গাংনীতে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
এম চোখ ডট কম, গাংনী : গাংনীর কাষ্টদহ গ্রামে ইসলামী কুইজ প্রতিযোগিতা/২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালে কাষ্টদহ গ্রামে বায়তুল আমান জামে মসজিদে এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে পয়লা রমজান থেকে ২৫ শে রমজান পর্যন্ত অনলাইন ও মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রতিযোগিরা এ কুইজে অংশ গ্রহণ করেন। রোববার চুড়ান্ত পর্বে লিখিত প্রশ্নের উত্তরের মাধ্যমে ১৫ জন বিজয়ী নির্বাচন করা হয়।
ইসলামী প্রতিযোগিতা পরিষদের পরিচালক আসিব ইকবালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাষ্টদহ বায়তুল আমান জামে মসজিদের খতিব মাও. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী প্রতিযোগিতা পরিষদের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, রাজনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল হুসাইন, সমাজসেবক আশরাফুল আলম, সিঙ্গাপুর প্রবাসী আজম ওবায়দুল্লাহ ও উত্তর কোরিয়া প্রবাসী আমিরুল ইসলাম ও রাইহান উদ্দীন।
ব্যতিক্রমী এ প্রতিযোগিতার বিজয়ী ১৫ জনের মাধ্যে ক্রমানুসারে প্রথম পুরুস্কার পেয়েছেন রাসেল আহম্মেদ, দ্বিতীয় সৌরভ হোসেন, তৃতীয় আবু উবাইদা, চতুর্থ হুসাইন ও জাহিদ ইসলাম পঞ্চম পুরষ্কার পেয়েছেন।