392
গাংনীতে ঈদুল আজহার শুভেচ্ছা উপলক্ষে র্যালী
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে ঈদুল আজহার শুভেচ্ছা উপলক্ষে র্যালী করেছে গাংনী মর্ডেল মাদ্রাসা ও দারুল হিফজ। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় গাংনী মডেল মাদরাসা অ্যান্ড দারুল হিফজ প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় ।
গাংনী মডেল মাদ্রাসা ও দারুল হিফজ এর সভাপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে র্যালীতে অংশ নেন মডেল মাদ্রাসা ও দারুল হিফজ এর পরিচালক ওয়াজ করনী জামিল, প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।