109
গাংনীতে ঈদ বই মেলা
এম চোখ ডট কম, গাংনী :
গাংনীতে ঈদ বই মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাংনী বাজারস্থ মণ্ডল সুপার মার্কেটের সামনে আয়োজিত এ বই মেলা চলবে চাঁদরাত পর্যন্ত।
বঙ্গবন্ধু এডুকেশন এন্ড সিার্চ সেন্টারের পরিচালক রাজু আহমেদ বনির উদ্যোগে এ ব্যতিক্রমী বই মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী। অন্যান্য অতিথীরা হলেন— বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মুরাাদ হোসেন।
বইমেলা পরিদর্শন করেন মেহেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাব সম্পাদক মাহাবুব আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।