গাংনীতে উন্নয়ন মেলার উদ্বোধন
এম চোখ ডটকম,গাংনী:
জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে রোব্বার গাংনীতে উদ্বোধন করা হয়েছে উন্নয়ন মেলার। তিনদিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। এবারের প্রতিপাদ্য বিষয় “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” ।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন গাংনী উপজেলা পষিদ চেয়ারম্যান এমএ খালেক, পৌরমেয়র আহম্মেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন ও সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। এসময় বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ, উদ্যোক্তা, পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উন্নয়ন মেলার কর্মসূচীতে অংশগ্রহন করেন।
উপজেলা পরিষদ চত্ত¡রে মেলায় ১৩ টি স্টল ঠাই পেয়েছে। মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাÐ তুলে ধরা হয়েছে। উদ্বোধনের পর অতিথীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।