গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনের উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শোভাযাত্রা ও আলোচনা মধ্য দিয়ে মেলার সমাপনী ঘোষণা করা হয়।
স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ও পৌর প্যানেল মেয়র আছেল উদ্দীন।
সভাপতির বক্তব্যে মেলা আয়োজনের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। তিন দিন ব্যাপী এ উন্নয়ন মেলায় স্থানীয় সরকারের সকল অঙ্গ প্রতিষ্ঠানের স্টলে জনসেবায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।