গাংনীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এম চোখ ডটকম,গাংনী: আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনের গৌরবদীপ্ত পথ চলার ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে গাংনী উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের নের্তৃত্বে একটি শোভাযাত্রা তার নিজস্ব দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী গাংনী পৌরসভার সাবেক কমিশনার নবীরুদ্দীন, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানাসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।