গাংনীতে এককালিন সরকারি অনুদানের চেক বিতরণ
এম চোখ ডটকম,গাংনী;গাংনীতে সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তার কর্মসুচীর আওতায় ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোক,প্যারালাইজড,থেলাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কাজী কাদের মোহাম্দ ফজলে রাব্বী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন,তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান, সোহেল আহমেদ, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু,ধানখোলা ইউপি চেয়ারম্যান, আব্দুর রাজ্জাক, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার মোতালেব হোসেন, প্রমুখ।
গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই পূর্বক ক্যানন্সার, কিডনি ও বিভিন্ন ধরনের রোগীদের -৩৪জনকে ৫০হাজার টাকা, ও ভিক্ষুক পূর্নবাসন , অসহায়-২০জন কে ৪৫হাজার টাকা মোট ৫৪ জনের মাঝে সরকারি এ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।