গাংনীতে একতা যুব সংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
এম চোখ ডটকম, মেহেরপুর :
দুস্থ ও অসহায় মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগ করে নিতে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা মাঝের পাড়া “একতা যুব সংঘ” এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮মার্চ) দুপুরে এলাকার ৪৪ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদাণ করা হয়। পরে এসকল মানুষের মধ্যে স্বাবলম্বী করতে লটারীর মাধ্যমে নির্বাচিত করে একজনকে একটি ছাগল উপহার দেওয়া হয়।
উপহার সামগ্রী হিসেবে এক প্যাকেট ময়দা, লাচ্চা সেমাই, চিনি, দুধ, হুইল পাউডার, দুই প্রকার সাবান, সয়াবিন তেল, মশুরির ডাল, লবণ, জিরা, মসলা (মাংসের মসলাসহ), আলু, পেয়াজ ও রসুন দেওয়া হয়। এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় ও একতা যুব সংঘের আমিনুর রহমান মুক্তি, আলাউদ্দীন, হাশেম আলী, ইসলামুল হক, কামরুল ইসলাম, শাজাহান কবীর, আব্দুল হান্নান, তোফাজ্জেল হোসেন, জিয়ারুল ইসলাম, মনিরুল ইসলাম ও আল মামুন এলাকার ৪৪ টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করেন। সকলের হাতে হাতে ঈদ উপহার পৌছানোর পর তাদের মধ্যে স্বাবলম্বী করতে লটারীর মাধ্যমে এক জনকে বেছে নেওয়া হয়। লটারীতে ধানখোলা মাঝের পাড়ার জাকিরুল ইসলামের নাম উঠলে তার হাতে একটি ছাগল তুলে দেওয়া হয়।