গাংনীতে একসাথে তিন মাদ্রসা ছাত্রী উধাও
এম চোখ ডট কম, গাংনী: গাংনী উপজেলার বামন্দী দাখিল মাদ্রাসার তিন ছাত্রী উধাও হয়েছে। রোববার (২৮মে) বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তারা একসাথে উধাও হয়। তাদের সন্ধান চেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে জানিয়েছে পরিবারের সদস্যরা। অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার বিষয়ে চলছে নানা গুঞ্জন। উধাও হওয়া তিন ছাত্রীর মধ্যে এক জন অষ্টম শ্রেণির ছাত্রী এবং অপর দুজন সপ্তম শ্রেণির ছাত্রী। তাদের তিন জনের বাড়ি দেবীপুর গ্রামে। স্থানীয় ও ছাত্রীদের পরিবার সুত্রে জানা গেছে, রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই তিন ছাত্রী। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন অভিভাবকরা। শুরু হয় খোঁজাখুঁজি। মাদ্রাসা থেকে শুরু করে বন্ধু-বান্ধব আর আত্মীয় স্বজনদের কাছে সন্ধান চাওয়া হলেও কেউ তাদের হদিস দিতে পারেননি। নিরুপায় হয়ে পরিবারের সদস্যরা বিষয়টি জানায় বামন্দী পুলিশ ক্যাম্পে। অভিযোগ পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধারে চেষ্টা করছে বলে জানা গেছে।