330
গাংনীতে এমএ খালেকের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও প্রীতিভোজ
এম চোখ ডট কম, গাংনী: পবিত্র ঈদ উল আযহা ২০২৩ পরবর্তী বর্ণাঢ্য আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছেন মেহেরপুর জেলা আওয়াম ীলীগের সাধারণে সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। শুক্রবার দুপুরে গাংনী এতিমখানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এমএ খালেকের নিকট আত্নীয় স্বজন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠান শেষে প্রীতিভোজ করানো হয় আমন্ত্রিত অতিথিদের।