গাংনীতে এসএসসি ১৯৮৪ ব্যাচের মিলনমেলা
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে এসএসসি ১৯৮৪ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে আয়োজিত দিনব্যাপী মিলনমেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ১৯৮৪ ব্যাচের বন্ধুরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৮৪ ব্যাচের আহবায়ক কাজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া। বক্তব্য রাখেন বিটিভি ও বেতার শিল্পী আব্দুর রশিদ, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। ১৯৮৪ ব্যাচের যে সকল বন্ধুরা পরোলকগমন করেন তাদের আত্মার মাগফেরতা কামনায় দো’য়া মোনাজাত করা হয়।
৮৪ ব্যাচের বন্ধু সৈয়দ জাকির হোসেনের গ্রন্থনা ও পরিচালনায় এবং বন্ধুদের অভিনয়ে এই অঞ্চলের নীল কুঠি অবলম্বনে বিশেষ নাটক ” সমঝোতা ” উপস্থাপন করা হয়। চরিত্রে ব্রিটিশ শাসিত নীলচাষ ও তাদের অত্যাচারের কাহিনী ফুটিয়ে তোলা হয়। ৪০ বছর আগে এসএসসি পাশ করা বন্ধুরা একসাথে উপস্থিত হতে ফিরে যান সেই এসএসসির সুখ স্মৃতিতে।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৮৪ বন্ধু লিটন মুন্সী, কাজিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মকলেচুর রহমান, জহুরুল হক গামা, সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো, জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, মোর্তুজা আলম বুলবুল, ইডেন মহিলা কলেজের প্রফেসর রেহেনা পারভীন, প্রধান শিক্ষক নাসিমা ইয়াসমিন, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কাজলসহ মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার এসএসসি ১৯৮৪ সালের বন্ধুরা।