গাংনীতে কবি কাজী নজরুল ইসলাম স্বরণ সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্বরণে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার(২৭ আগস্ট) সন্ধ্যায় অ্যাডভোকেট একে এম শফিকুল আলমের চেম্বারে এ স্বরণ সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলমের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কবি ও গবেষক মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুরাদ হোসেন। আলোচনায় আরও অংশগ্রহণ করেন গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, কাজিপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুকাদ্দেস আলী, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম শাহ, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রভাষক নাসিরুদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা জাতীয় কবির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কবি মুরাদ আলী কবির জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।