গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
মেহেরপুরের চোখ ডটকম,গাংনী: গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সমাজের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল,এতিম,বিধবা, ও অসহায় মানুষের মাঝে চাউল,মুরগি,সেমাই,চিনি,সোয়াবিন তেল,জিরা,কিসমিস,মশুরি ডাউল,লবণ,দুধ প্যাকেট,রাধুনী মসলা,শ্যাম্পু প্রদান করা হয়। এসময়,কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল আহমেদ,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপদেষ্টা,ডাঃ শহিদুল্লাহ, উপদেষ্টা কামাল হোসেন লান্টু (মাষ্টার)সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল আহমেদ জানান, যেসকল মহান মানুষ গুলো, মানসিক ভাবে সাহস,অনুপ্রেরণা, ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতঙ্গতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি৷