118
গাংনীতে কিশোরীর আত্মহত্যা
মেহেরপুরের চোখ ডটকম, গাংনী: গাংনীর তেরাইল গ্রামে মায়ের সাথে অভিমান করে ইসমত আরা জোসনা (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ বুধবার সকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ইসমত আরা জোসনা ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে। এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, আজ সকালে হাঁস মুরগির খাবার দেওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া হয় জোসনার। পরে সবার অলক্ষে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয় সে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।