গাংনীতে কিশোরের মৃত্যু নিয়ে ধোয়াসার সৃষ্টি
এম চোখ ডটকম,গাংনী: গাংনী উপজেলার জোরপুকুরিয়া গ্রামের স্বপ্নীল নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিজ ঘর থেকেই মৃতদেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক অনেক আগেই তার মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেন। তার মৃত্যু রহস্য নিয়ে ধোয়াসার সৃষ্টি হয়েছে। হাসপাতালে স্বপ্নীলের মৃতদেহ নিয়ে আসা স্থানীয়রা দাবি করেছে স্বপ্নীল (১৭) ফুটবল খেলতে গিয়ে আঘাত লাগার পরে সে বাড়িতে গিয়ে মারা যায়। স্থানীয়রা দাবি করে গলাই দড়ি দিয়ে আত্বহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। স্বপ্নীল গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের কাউসার আলীর ছেলে। পারিবাড়িক সূত্রে জানা গেছে আজ দুপুরে জোরপুকুরে বাড়ির পাশে একটি বাগানে সহপাঠিদের সাথে ফুটবল খেলছিল । খেলা চলাকালীন সময়ে ফুটবলের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে সে বাড়িতে যায় এবং অসুস্থ্য হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জোরপুকুরিয়া গ্রামের একাধিক ব্যক্তি এই মৃত্যু পারিবাড়িক কলেহের কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করে জানিয়েছেন স্বপ্নীল অনলাইনের মাধ্যমে স্কেটিং জুতা ও হাত ঘড়ি কেনার জন্য মায়ের কাছ থেকে বেশকিছু টাকা নেন । পরবর্তীতে সে আরোকিছু টাকা মায়ের কাছে চাইলে আর টাকা দিতে পারবেনা বলে জানায় তার মা। এ সময় তার মায়ের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে অভিমান করে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দেয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে আছে এবং ফুটবল খেলতে গিয়ে দম বন্ধ হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।