গাংনীতে কিশোর বলাৎকার করে ভিডিও ধারণ ॥ গ্রেফতার ২
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর মাঠপাড়ায় এক কিশোর বলাৎকার ও ভিডিও ধারণ এবং টাকা নিয়ে ঘটনা ধাপাচাপা দেওয়ার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরের দিকে গাংনী থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। তবে এখনও আত্মগোপনে রয়েছে প্রধ্না আসামি মুরসালিন।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ভিডিও ধারণকারী কিশোর রাহুল এবং সালিশের নামে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযুক্ত আখের আলী (৫৫)। দুজনের বাড়ি থানাপাড়ার মাঠপাড়ায়।
গাংনী থানা সুত্রে জানা গেছে,
কিশোরের মা বাদি হয়ে শুক্রবার গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি করা হয় থানাপাড়ার মাঠপাড়ার সেই মুরগি ব্যবসায়ী মুরছালিনকে। এছাড়াও ভিডিও ধারণকারী কিশোর এবং সালিশের নামে ঘটনা ধাপাচাপা দেওয়ার অভিযোগে আখের আলীকে আসামি করা হয়। এ মামলার সুত্র ধরেই রাহুল ও আখেরকে গ্রেফতার করে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রধান আসামি মুরছালিনকে গ্রেফতারের জোর চেষ্টা করছে পুলিশ। গ্রেফতার দুই আসামিকে শনিবার মেহেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ। খুব দ্রুততম সময়ের মধ্যে মুরছালিন গ্রেফতার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, চলতি মাসের ৫ তারিখ সকালে মাঠ পাড়ার ওই কিশোরকে পাখি শিকারের কথা বলে তারই খেলার সাথি রাহুলকে দিয়ে ডেকে নেয় মুরসালিন। পরে বাড়ির পাশে মাঠে জোরপুর্বক বলাৎকার করে। আর তার ভিডিও এবং ছবি ধারণ করে কিশোর রাহুল। বলাৎকার শেষে বিষয়টি কাউকে না জানানোর জন্য শাসিয়ে দেয়। ঘটনাটি ফাঁস হলে হত্যার হুমকিও দেয় মুরসালিন।
এদিকে থানাপাড়ার ইদ্রিস আলী এবং আখেরুজ্জামানসহ কয়েকজন মিলে বিষয়টি ধাপাচাপা দিতে জোর তৎপরতা শুরু করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। তাদের চাপে থানায় মামলা করতেও পারছিলেন না তিনি। বিচার না পেয়ে ও নিরাপত্তাহীন হয়ে এক রকম গৃহবন্দী হয়ে পড়েন ওই পরিবারটি। থানা থেকে ফেরার পর মুরছালিনের মা ও বোন ওই কিশোরের বাড়িতে যায় এবং বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য হুমকি ধামকী দেয়। বেশি বাড়াবাড়ি করলে তাদেরকে এ পাড়া থেকে উচ্ছেদ করা হবে বলেও হুমিক অব্যহত থাকে। এর পরদিন মুরছালি ওই কিশোরের মাকেও ধর্ষনের হুমকী দেয়। অবশেষে গাংনী পৌর মেয়রকে জানালে তিনি ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশিদুল ইসলাম খোকনকে দায়িত্ব দেন ঘটনাটি তদন্ত ও ব্যবস্থা নেয়ার জন্য। কাউন্সিলর রাশিদুল ইসলাম খোকন বিস্তারিত জেন সাংিবাদিকদের বিষয়টি অবগত করেন এবং একই সাথে থানায় মামলা করার ওই কিশোরের পরিবারের লোকজনকে পাঠিয়ে দেন। এর প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করেন ওই কিশোরের মাম।
আরও পড়ুন : নিউইয়র্কে গোপন ক্যামেরায় দেখা মিলল শাকিব-অপুর (ভিডিও)
গাংনীতে কিশোর বলাৎকার ॥ হুমকীর মুখে ভুক্তভোগী পরিবার