গাংনীতে কৃষকদলের ইফতার মাহফিল
এম চোখ ডট কম, গাংনী:
বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং চলমান ফ্যাসিবাদ পতন ও ভোটাধিকার আদায়ের সংগ্রামে কারা নির্যাতিত সহযোদ্ধাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মেহেরপুর জেলা শাখা।
সোমবার মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মমিনুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ আহেমদ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান। বক্তব্য শেষে কারা নির্যাতিত নেতাকর্মীদের মুক্তির দাবি ও দোয়া করা হয়।