গাংনীতে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেহেরপুরের চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ কৃষকলীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ সাংগঠনিক নানা কর্মসুচী বাস্তবায়ন করছে গাংনী উপজেলা কৃষক লীগ।। শুক্রবার সন্ধ্যায় এসকল কর্মসুচী পালন করা হয়।
সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এটি র্যালি শুরু হয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল সাগরের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কৃষক লীগ নেতৃবৃন্দ। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস। উপস্তিত ছিলেন কৃষক লীগ ও আওয়ামী লীগের অন্যান্য অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন ,গত জাতীয় সংসদ নির্বাচনে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী এবং মাননীয় প্রধানমন্রী শেখ হাসিনার প্রতি যারা আস্থাবান তারাই নৌকার ভোট করেছেন। কৃষকলীগের নেতাকর্মীরা নির্বাচনের প্রথম থেকেই নৌকার পক্ষে কাজ করেছেন। এজন্য কৃষকলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।