193
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীতে কৃষকের জমির ধান কেটে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা। আজ শনিবার (১৩মে) সকালে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চিৎলা গ্রামের কৃষক খলিলুর রহমানের তিন বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি ও মেহরেপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুল হক শান্তি,সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,গাংনী উপজেলা কৃষক লীগের (ভারপাপ্ত) সভাপতি মাহমুদ হাসিব ,সাধারণ সম্পাদক মশিউর হমান পলাশসহ কৃষকলীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন বলেন দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবহিকতায় মেহেরপুর ও গাংনী উপজেলার কৃষক লীগের নেতাকর্মীরা এমন কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান তিনি। কোনো কৃষক ধান কাটা নিয়ে চিন্তিত থাকলে কৃষক লীগের নেতাদের জানাতে আহব্বান জানানো হয়।।।