651
গাংনীতে কৃষকের ৬ বিঘা কলা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা
এম চোখ ডটকম,গাংনী:
গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মাঠে শাহজাহান আলী ও রহিদুল ইসলাম নামের দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে তছরুপ করেছে দুর্বৃত্তরা। গেল রাতের কোন এক সময় এ এ তছরুপ চালানো হয়েছে। এতে ওই কৃষকের প্রায় ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
জানা গেছে, বালিয়াঘাট গ্রামের মাঠে ৬ বিঘা জমিতে কলা আবাদ করেছিলেন কৃষক শাহাজাহান আলী ও রহিদুল ইসলাম। কলা আবাদে প্রয়োজনীয় পরিচর্যায় খরচ করার পর ফলের আশায় ছিলেন তারা। কলার কাধি আসার আগ মুর্হুতে রাতের আধারে গাছ কেটে তছরুপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাপক ক্ষতির শিকার চাষী দুজন থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।