226মেহেরপুরের চোখ ডট কম, গাংনী:
Table of Contents
গাংনীতে কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী
মেহেরপুরের চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলা কৃষি অফিস আয়োজিত তিন দিন নিবে কৃষি ও প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে মেলার সমাপনী কার্যক্রম সম্পন্ন হয়।
গাঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমএ খালেক।
স্বাগত বক্তব্যে মেলার সার্বিক দিক এবং সফলতা তুলে ধরেন গাংনী উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়মেন আক্তার। এ ধরনের মেলা চাষীদেরকে প্রযুক্তির সাথে পরিচয় করে দিতে সহায়ক বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার, উপজেল পরিষদের মহিলা ভাইস চেয়রিম্যান ফারহানা ইয়াসমিন।
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
মেলায় কৃষি প্রযুক্তি নিয়ে বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। সাধারণ কৃষকদের কাছে প্রযুক্তি পৌছাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। স্টলগুলোতে কৃষি প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে ফল ও ফসলের ক্ষেতের সফলতা দেখানো হয়। যন্ত্রের ব্যবহার, ফসলের উচ্চফলনশীল জাত আর আধুনিক আবাদ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সবের্াত্তম ফলন নিশ্চিত করনের মাধ্যমে খাদ্য উৎপাদনে দেশ আরও এগিয়ে যাবে এ প্রত্যাশা সকলের।
মেলায় স্টল প্রদর্শন বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বদেশ সীড, বিল্লাল নার্সারী ও কৃষি অফিসের বিভিন্ন স্টল এবং কৃষকদের পুরস্কৃত করা হয়।