গাংনীতে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি; শেখ হাসিনা কোন চাপের কাছে মাথানত করেন না
এম চোখ ডট কম, গাংনী:
কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেছেন, শেখ হাসিনা কোন চাপের কাছে মাথানত করেন না। স্বাধীনতা যুদ্ধেও পরাশক্তির কাছে বঙ্গবন্ধু মাথানত করেননি। বীর বাঙালি যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী বীর বাঙালি জনগণকে সঙ্গে নিয়ে যেকোন চাপ উপেক্ষা করেই দেশকে এগিয়ে নিবেন। শনিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী বাস স্ট্যান্ডে কৃষক লীগের হাঠ সভায় আগামি নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আনন্দ শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও হাট সভার আয়োজন করে কৃষক লীগ।
শেখ হাসিনার একটি বার্তা পৌছে দিতে এই কর্মসুচী উল্লেখ করে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সমীর চন্দ বলেন, আগামি ২০২৪ সালের জানুয়ারী মাসে আগামি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে শেখ হাসিনা আল্লাহর কাছে ছাড়া অন্য কারও কাছে মাথানত করবে না।
আগামি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক বিজয়ী করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, কৃষি ক্ষেত্রে এদেশের অভাবনীয় উন্নয়ন শুধুমাত্র শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন বলেই সম্ভব হয়েছে। আগামি নির্বাচনে নৌকা প্রতীক যেই পাননা কেন তাকেই ভোট দিয়ে বিজয়ী করতে হবে। উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে শেখ হাসিনাকে বিজয়ী করার কোন বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি বক্তৃতায় মেহেরপুর জেলায় কৃষক লীগের সংগঠনকে শক্তিশালী সংগঠন হিসেবেও উল্লেখ করেন কৃষিবীদ সমীর চন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসিব। উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি ও কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম শান্তি, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব ও অধ্যাপক নাজমুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, কৃষি বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহীনুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু পাটোয়ারী, সহ দপ্তর সম্পাদক শওকত হোসেন ছানু ও গাংনী পৌর কৃষক লীগের সভাপদি বদরুল আলমসহ কৃষক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
হাট সভায় উপস্থিত নেতাকর্মী ও সড়কের পথচারীদের মাঝে শেখ হাসিনার উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়। এর আগে বৃষ্টি উপক্ষো করে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কৃষক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী গাংনী সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জড়ো হয়। সেখান থেকে টিপ টিপ বৃষ্টির মধ্যেই শেখ হাসিনার উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি আনন্দ শোভাযাত্রা স্ট্যান্ডে গিয়ে সম্পন্ন হয়। শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবীদ সমীর চন্দ।
আরও পড়ুন : কোন আতর্জাতিক চাপ নয়, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী–প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সমাবেশে যাওয়ার পথে আ.লীগ কর্মীকে গুলি করে খুন