গাংনীতে ক্লিনিক মালিকের এক বছর কারাদণ্ড
এম চোখ ডট কম, গাংনী:
সনদের মেয়াদ নাবায়ন না করায় মেহেরপুরের গাংনীর হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত¡াধিকারী হাফিজুর রহমানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের আদালত এ দণ্ড প্রদান করেন। দণ্ডিতকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, দুপুরে মেহেরপুর সিভিল সার্জন মহি উদ্দীন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা শুপ্রভা রাণী, গাংনী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ এবং উপজেলা প্রশাসেনর ভ্রাম্যমাণ আদালতের একটি দল হাফিজের ডায়াগনস্টিক সেন্টারটি পরিদর্শনে যান।
পরিদর্শনে নানা ধরনের অনিয়ম ও লাইসেন্স নাবায়ন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে দোষী সাব্যস্থ করা হয়। ভোক্ত অধিকার আইনের ২০০৯ এর ৫২ ধারায় হাসপাতালের স্বত্ত্বাধিকারী হাফিজুর রহমানকে এক বছর বিনাশ্রম কারাদÐ ও একলাখ টাকা জরিমানা করেন স্বাস্থ্য বিভাগের পরিদর্শনের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের আদেশের পর জরিমানার অর্থ পরিশোধ করেন হাফিজুর রহমান। পরে দণ্ডিত হাফিজুর রহমানকে পুলিশের সহায়তায় মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।