655
গাংনীতে খাস জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে আহত ১২
এম চোখ ডট কম, গাংনী :
মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে খাস জমি দখল কেন্দ্র করে বিবাদমান দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুপক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছে- জালশুকা গ্রামের আব্দুল হান্নানের ছেলে জমির উদ্দিন (৪৫), আসাদুল ইসলামের ছেলে রিপন আলী (২৬), হায়াত আলীর ছেলে মিনারুল ইসলাম (৬০), আমির আলীর ছেলে তমসেল আলী (৭০), আজগর আলীর ছেলে একরামুল হক (৩৫), শাহিন আলীর স্ত্রী শিল্পী খাতুন (৩৫) ও মনিরুদ্দিনের ছেলে টুটুল হোসেন (৩৮)।
মোসলেম উদ্দিনের ছেলে গোলাম হোসেন গ্রুপের মৃত মফেজ উদ্দিনের ছেলে আরমান আলী (৬০), আজিজারের ছেলে আব্দুর রহমান (৬৭), আরমান আলীর ছেলে উজ্জ্বল আলী (৩৯), আব্দুর রহমানের স্ত্রী জাহানুর খাতুন (৬২) ও নজরুল ইসলামের স্ত্রী মহিলা খাতুন (৫৫)।
এ জানা গেছে, জালশুকা গ্রামের গোলাম হোসেন খাস জমিতে বাড়ি নির্মাণ করছে। এতে মানুষ চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা ফেলে না রাখায় জমির উদ্দিনের লোকজন প্রতিবাদ করে। এসময় গোলাম হোসেনের লোকজন জমির উদ্দিন এর লোকজনের উপরে হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ থামার পর স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গাংনী হাসপাতালের চিকিৎসক এমকে রেজা জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে দুই পক্ষকে কলা ভাবে বলা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।