215
এম চোখ ডটকম,গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলা গ্রামে গোলাম আম্বিয়া পাঠাগারের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চিৎলা গ্রামে পাঠাগার প্রাঙ্গনে এলাকার হতদরিদ্র তিন শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইং সদস্য ও প্রয়াত গোলাম আম্বিয়ার বড় ছেলে সাইফুল ইসলাম কল্লোল, মেঝ ছেলে হামিদুল ইসলাম হিল্লোল, চিৎলা মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গাংনী উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী গোমাল আম্বিয়ার স্মৃতি ধরে রাখতে এলাকাবাসীর উদ্যোগে স্থাপন করা হয় পাঠাগার। পাঠাগারের উদ্যোগে এলাকার মানুষের নানাভাবে সহযোগিতা করেন তার সন্তানেরা।