গাংনীতে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ দিবস
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনীর আকুবপুর গ্রামের মাঠে রোববার বিকেলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উৎপাদিত গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের বিষয়ে চাষীদের বাস্তব ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা অতিরিক্ত উপ পরিচালক (শস্য) শায়েখুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রউফ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন,এ অঞ্চলে উচ্চমূল্যের ফসল উৎপাদন, শস্য উৎপাদনে বৈচিত্রতা আনা হচ্ছে এ প্রকল্পের মাধ্যমে। এছাড়া নিরাপদ ফসল উৎপাদন, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, নারী ও তরুণ উদ্যোক্ত সৃষ্টি, কৃষি বাণিজ্যিকীকরণ এবং জাতীয় পুষ্টির চাহিদাপূরণ সম্ভব হবে। একইসঙ্গে আধুনিক প্রযুক্তি ও কার্যক্রম সম্প্রসারণে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখছে।