গাংনীতে চাকুরীজীবি দম্পতির বাসায় দুধর্ষ চুরি
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী ডিগ্রী কলেজ পাড়ায় চাকরিজীবী দম্পত্তির বাসা থেকে নগদ টাকা ও সোনার গয়নাসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। সোমবার বেলা এগারটার দিকে ফাঁকা বাসার তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। দিনেদুপুরে চুরির ঘটনায় এলাকার জুড়ে চুরি আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গাংনী পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারি মহাবুল কবির কিরন ও
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা খাতুন তন্নি দম্পতি প্রি-ক্যাডেট স্কুলের পাশে অনামিকা ভিলার দুই তলায় ভাড়া বাসায় বসবাস করেন। সোমবার সকালে পূর্বের ন্যায় স্বামী-স্ত্রী কর্মক্ষেত্রে চলে যান। তাদের একমাত্র পুত্র সন্তান ছিল স্কুলে। এসময় বাসা ফাকা পেয়ে চোর হানা দেয়। তাদের বসবাসের ফ্ল্যাটের প্রধান দরজার হ্যাজবোল্ড ভেঙে ভেতরে প্রবেশ করে। বাসার ভিতরে থাকা আলমারির তালা ভেঙে ১৪ ভরি গহনা ও নগদ প্রায় ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় চোর।
এই ঘটনা শোনার পর জ্ঞান হারিয়ে ফেলেন মহাবুল কবির কিরনের স্ত্রী। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় গাংনী থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
মহাবুল কবির কিরন জানান, গোপালনগর গ্রামে তার একটি খামার রয়েছে। খামারের গরু কেনার জন্য টাকা জোগাড় করে তিনি বাসায় রেখেছিলেন। সোমবার বিকেলে বামন্দী নিশিপুর পশুর হাট থেকে গরু কেনার সিদ্ধান্ত ছিল। তার আগেই চুরি হয়ে যায় টাকা ও গয়না।