গাংনীতে চোরাচালান ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতি
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ, উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপুসহ কমিটির সদস্যবৃন্দ। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির, চোরাচালান নিয়ন্ত্রণে কঠোর হওয়া গ্রহণের অনরোধ করা হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ বিষয়টি সমাধানকল্পে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।