গাংনীতে চোরাচালান ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী ; গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বাজার কমিটির সাধারণ সম্পাদক রফিক, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির, চোরাচালান নিয়ন্ত্রণে কঠোর হওয়া, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মাদক নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান বৃদ্ধি ও ডোপ টেস্টের ব্যবস্থা গ্রহণের অনরোধ করা হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ বিষয়টি সমাধানকল্পে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।