গাংনীতে জনতার মুখোমুখি উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা
এম চোখ ডট কম, গাংনী:
গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বি ১৪ প্রার্থী এবং জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনগণের পাওয়া না পাওয়া এবং নির্বাচন পরবর্তী উন্নয়ন বিষয়ে নানা প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।
পিএসজি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আজ বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসজির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা গাংনী উপজেলা নির্বাহি অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান।
অনুষ্ঠানের সার্বিক আয়োজক ছিলেন গাংনী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহবুব আলম এবং সাংবাদিক রফিকুল আলম বকুল।
উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী এম এ খালেক, এ্যাডঃ এ কে এম শফিকুল আলম,মোখলেসুর রহমান মুকুল,জুলফিকার আলী ভুট্টো, লাইলা আনজুমান শিলা, এ্যাডঃ রাশেদুল হক জুয়েল, মুকুল আহম্মেদ,, ভাইস চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন মিঠু, ফারুক হাসান ও দেওয়ান রেজাউল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারহানা ইয়াসমিন, জাকিয়া আক্তার আল্পনা ও নাসিমা
উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, পিএফজি সদস্য ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সুজনের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক এ এস এম সায়েম পল্টু, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের, যশোর এলাকা সমন্বয়কারী গিয়াসউদ্দীন, গাংনী এলাকা সমন্বয়কারী হেলালউদ্দীনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন।