গাংনীতে জনপ্রতিনিধিদের সাথে উপজেলা পরিষদ চেয়াম্যানের মতবিনিময় সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচার,
এম চোখ ডটকম,গাংনী: সমসাময়িক রাজনীতি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ৯ নভেম্বর আওয়ামী লীগের খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমি, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, তেতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, ষোলটাকা ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশা, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপুসহ সকল ইউপির সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থীতা ঘোষনা করে সরকারের উন্নয়ন প্রচারণার মাধ্যমে আগামির স্মার্ট বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে আহবান জানান এমএ খালেক।