788
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছেন- ইসরাফিল (৩৫), রোজিফা (৬০) ও নারগিছ(৪০)। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে গাংনী পৌরসভার ঈদগাহ পাড়ায়। আহতদের বাড়ি গাংনীর মাঠ পাড়ায়। এ ঘটনায় আশরাফুল ইসলাম বাদী হয়ে গাংনী থানায় ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দিয়েছেন। আহত ইসরাফিল জানান, পৈত্রিক সুত্রে তার পিতা ইনামুল হক বাবু ও চাচা আব্দুল বারি দেড় বিঘা করে সম্পত্তি পান। বছর বিশেক আগে চাচা আব্দুল বারি সমুদ্বয় সম্পত্তি গাংনী বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ির কাছে বিক্রি করেন। চাচা আব্দুল বারি মারা গেলে চাচাতো ভাই মিনহাজ উদ্দীন চাচার কাছে জমি জমা রয়েছে মর্মে দাবী করেন। তাছাড়া চাষাবাদ ও ঘরবাড়ি নির্মানে বাধা দেন তিনি। বাধ্য হয়ে আশরাফুল ইসলাম ও তার ভাই বোনেরা মেহেরপুর আদালতে একটি মামলা করেন। গেল বছর ওই মামলার রায় আশরাফুল ও তার ভাই বোনের পক্ষে আসলে মিনহাজ রায়ের বিরুদ্ধে একটি আপিল করেন। রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত ওই সম্পত্তির উপর ১৪৫ ধারা জারি করেন। এর পরও আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মিনহাজ গোপনে ঈদপাড়া এলাকায় ৫ শতাংশ বিরোধপুর্ণ জমি বিক্রি করেন ফতাইপুরের জনৈক রাজার কাছে। ওই জমি দখলের জন্য মিনহাজ, রাজা, সাইফুল, পৌর কাউন্সিলর নাসির, পৌর কাউন্সিলর খোকন ও নয়ন ঈদগাহপাড়ায় আসলে আসরাফুল ও তার ভাই ইসরাফিলসহ বাড়ির লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা এলোপাতারি ভাবে হামলা করে তিনজনকে আহত করে। স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে জমি ক্রেতা রাজা জানান, তিনি ও পৌর কাউন্সিলরগণসহ অন্যান্য লোকজন ঘটনাস্থলে সালিশের জন্য গিয়েছিলেন। তারা কোন সংঘর্ষে জড়িত নন। জমি নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাক্কা ধাক্কির ঘটনা ঘটেছে। কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি। গাংনী থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম জানান, একটি আবেদন পাওয়া গেছে এবং অভিযোগটি তদন্তাধীন।