এম চোখ ডটকম,গাংনী:
গাংনীতে ছাতিয়ান গ্রামে রোব্বার সকালে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ কাজে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্ততঃ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ১৯৯৮ সালে গ্রামের মৃত আজিমার উদ্দিনের ছেলে জহিরুদ্দিনের কাছ থেকে ৪ শতক জমির মধ্যে ইয়াজ উদ্দীন তিন শতক জমি ক্রয় করেন। বাকি এক শতক আজিমার উদ্দীনের নিকটাত্মীয় মিনারুল ইসলামের কাছে বিক্রি করেন। মিনারুল ইসলাম তার ওই একশতকসহ অন্য তিনশতক জমি নিজের দাবী করে জমিতে থাকা গাছ গাছালি কেটে নিয়ে যেতো। এ নিয়ে গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইয়াজ উদ্দীন। এখানে সালিশ সভা করা হলেও মিনারুল ইসলাম তা মানতে নারাজ। শনিবার এ নিয়ে আবারো স্থানীয় পুলিশ ক্যাম্পে বৈঠক করা হয়। এতেও মিনারুল নারাজী দেন।
রোব্বার সকালে মিনারুল ও তার লোকজন বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মাণ করতে গেলে ইয়াজ উদ্দীন ও তার লোকজন বাধা দেয়। এতে রাগান্বিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে মিনারুল ও তার লোকজন। এতে নারীসহ অন্ততঃ ১০ জন আহত হয়। এদের মধ্যে ইয়াজ উদ্দীন(৬০),তার স্ত্রী ময়না খাতুন(৫৫), তার মেয়ে জোসন খাতুন(২৭) ও আবুল কাশের স্ত্রী রঙ্গীলা খাতুন(৬৫) এর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কোন মামলা করেনি কোন পক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
গাংনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-১০
234
previous post