গাংনীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। এসময় বিশেষ অতিথি হিসেবে, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, কৃষি অফিসার ইমরান হোসেন, মৎস্য অফিসার খন্দকার সহিদুর রহমান, সমবায় অফিসার আরশের, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।