185
গাংনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ অনুষ্ঠিত।
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম,এ,খালেক।এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।