গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন।
এম চোখ ডটকম , গাংনী: গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্ধোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আসাদুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সু প্রভা রানী, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,আরএমও আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন অফিসের অফিস কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।