গাংনীতে জাতীয় যুব দিবস পালন
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে গাংনীতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে বুধবার সকালে আলোচনা সভা, ঋণের চেক, সনদপত্র, ক্রেস্ট বিতরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। এসময় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম, গাংনী যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন প্রমুখ।