গাংনীতে জামায়াতের কর্মীসভা
এম চোখ ডট কম, গাংনী :
দেশের চলমান পরিস্থিতিতে করণীয় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মেহেরপুরের গাংনীতে কর্মীসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে চৌগাছা দারুল ইয়ামিতখানা মসজিদ প্রাঙ্গণে গাংনী শাখা আয়োজিত এ অনুষ্ঠানে মিলিত হন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্যাতিত সব মানুষের পাশে থাকা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামি মেহেরপুর জেলা আমির মাওলানা তাজ উদ্দীন খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আমির রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুল আলম। আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মজিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হুদা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সংগ্রাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা সেক্রেটারী শফিকুল ইসলাম।