গাংনীতে জামায়াতের কর্মীসভায় জেলা আমির
বিগত সরকার উন্নয়নের গান শুনিয়ে পরাধীন করে রেখেছিল
এম চোখ ডটকম, গাংনী :
জামায়াতে ইসলামি বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার আমির মাও. তাজ উদ্দীন খাঁন বলেছেন, আমাদেরকে উন্নয়নের গান শোনানো হয়েছিল পদ্মাসেতুর। গান শোনানো হয়েছিল বঙ্গবন্ধু টানেলের। একটা মাছকে যদি সোনার খাঁচায় বন্দি করে রাখা হয় সেকি ভাল থাকবে ? থাকবে না, কারণ সে তার স্বাধীনতাকে হারিয়েছে। আমাদেরকে উন্নয়নের গান শুনিয়ে বন্দি করে রাখা হয়েছিল। সারা দেশটাকে জেল খানায় পরিণত করা হয়েছিল। সেই জেলে আমাদেরকে বন্দি রাখা হয়েছিল। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চায়- ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। দামাল ছেলেরা এবং আপামর জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বৈষম্যহীন একটি সমাজ গঠনের জন্য। আমরাও দলের পক্ষ থেকে চায় বৈষম্যহীন সমাজ গঠন করতে।
গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলার বামন্দী আখ সেন্টারে বামন্দী ইউনিয়ন জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের দুর্নীতি ও যুলুমের চিত্র তুলে ধরে প্রধান অতিথি বলেন, দেশের মানুষের মাথায় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা সরকার। যে ছেলেটি আজ জন্মগ্রহণ করছে সেও এক লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে। অথচ কয়েকদিন আগে টিআইবি রিপোর্ট দিয়েছে, প্রতি বছর ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে।
উন্নয়নের নামে অবৈধ সম্পদ গড়া হয়েছে উল্লেখঞ করে তিন বলেন জামায়াত-শিবিরের বিরুদ্ধে যে যত বেশি বলতে পেরেছে এবং যার চকচকে মুজিব কোর্ট ছিল দিনশেষে দেখি সে ততবড় চোর। সে ততবড় ডাকাত। তাকে সবার আগে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এক সময় তারা বলল, মাটির নিচ থেকে দুর্নীতিবাজদের খুঁজে বের করা হবে। দুর্নীতিবাজ ধরার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু চোরেদের তালিকায় রিপোর্ট এসেছে এক প্রতিমন্ত্রীর বিদেশে ৬২০টি বাড়ি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বামন্দী শাখার সভাপতি মাও. আবুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক পরিষদের সহকারি সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সংগ্রাম, জেলা শুরা সদস্য মাও. আব্দুল মজিদ, গাংনী উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও. মফিজুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বামন্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে।