গাংনীতে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ
এম চোখ ডটকম,গাংনী: গাংনীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি হরতাল বিরোধী মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রেজাউল চত্ত্বরে শেষ হয়।
পরে সেখানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একে এম শফিকুল আলম, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিকুর রহমান, আক্তারুজ্জামান অল্ডাম, ইকরামুল হক, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, ছাত্রনেতা অহিদুল ইসলাম আসাদ।
প্রধান অতিথির বক্তব্যে এমএ খালেক বলেন, বিএনপি ও জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে গাংনী উপজেলার আওয়ামী লীগের সকল কর্মী ও গাংনীর মানুষ রুখে দাড়াবে। তিনি সবাইকে যে কোন নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিহত করার কথা বলেন। তিনি আরও বলেন, আমেরিকা কাউকে ক্ষমতায় বসাবে না জনগনের পাশে থেকে কাজ করতে হবে। তিনি আওয়ামী লীগের সময়ে বিভিন্ন উন্নয়ন কাজের কথা উল্লেখ করেন। তিনি ফিলিস্তিনকে সরকারের সমর্থন ও সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি পিটার হাসের বিভিন্ন অপতৎপরতার কথা উল্লেখ করেন। তিনি ডঃ ইউনুসের সমালোচনা করেন। তারেক জিয়া ও বিএনপির কঠোর সমালোচনা করেন। তিনি ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার পথ থেকে বিএনপি ও জামায়াত কে সরে আসার আহবান জানান।