385
- এম চোখ ডট কম, গাংনী:: গাংনী বাস স্ট্যান্ডে ট্রাক ধাক্কায় আজরা আদিবা (৫) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শিশুটিকে গাংনী হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হ”েছ।
আদিবা গাংনী থানাপাড়ার ইনামুল হকের মেয়ে। সে বিআর লাইসিয়াম স্কুলের পি-১ এর ছাত্রী।
¯’ানীয় সুত্রে জানা গেছে, আদিবা প্রতিদিনের ন্যায় সকালে স্কুলে যায়। স্কুল শেষে মায়ের সাথে বাজারে গিয়েছিল। গাংনী বাস স্ট্যান্ডে ইজিবাইক থেকে নামলে একটি ট্রাক (বালু বহনকারী ড্রাম ট্রাক) ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে গুরুতর আহত হয় আদিবা। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসকরা। শিশুটির উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।