গাংনীতে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ
এম চোখ ডটকম, গাংনী :
উত্তম গ্রাহকসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছুনোর প্রত্যয় নিয়ে গাংনীতে ডাচ্ বাংলা ব্যাংক গাংনী এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতাকল বুধবার বিকেলে ডাচ্ বাংলা গাংনী এজেন্ট পয়েন্টের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা অংশ গ্রহণ করেন।
ডাচ বাংলা ব্যাংকের গাংনী এজেন্ট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং কুষ্টিয়া রিজিওনাল হেড তারেক সালাউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন স্বদেশ সীডের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক মানিক, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মেহেরপুর এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম, এরিয়া ম্যানেজার ফেরদৌস আলম তালুকদার, সেলস ম্যানেজার ইউনুছ আলী।