এম চোখ ডটকম,গাংনী :
মেহেরপুরের গাংনীতে ৭২ বোতল ফেনসিডিলসহ লিয়াকত আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামস্থ জামতলার মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত লিয়াকত আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা পশ্চিমপাড়ার মৃত জসিম মন্ডলের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম এলাকায় সিএনজিতে করে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এসআই বিশ্বজিৎ সরকারসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিলসহ লিয়াকত আলীকে আটক করেন। এ সময় লিয়াকত আলীর সিএনজিটিও জব্দ করা হয়। আটককৃত লিয়াকত আলীর বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।