গাংনীতে ডিস ব্যবসায়িদের হামলায় ডিসব্যবসায়ি আহত
এম চোখ ডট কম, গাংনী:
গাংনীতে ইন্টারনেট সংযোগ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন নাহারুল নামের এক ডিস ব্যবসায়ি। হামলায় তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনীর বাদিয়াপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নাহারুল গাংনীর মুন্দা গ্রামের সফিরুল ইসলাম।
আহত নাহারুল জানান, তিনি মুন্দা গ্রাম থেকে বাদিয়াপাড়া গ্রামে ডিস ক্যাবরের সাথে ইন্টানেট সংযোগ দিচ্ছিলেন। ওই গ্রামে ডিস ব্যবসায়ি আশরাফুল, হাউস ও তার কয়েকজন পার্টনার আগে থেকেই ডিস ক্যাবলের ব্যবসা করেন। ইন্টারনেট সংযোগ না দেয়ার জন্য তারা নিষেধ করলেও নাহারুল কোন কথা কর্ণপাত করেন নি। এক পর্যায়ে আশরাফুল, মিলন ও হাউসসহ ৭/৮ জন তাকে কিল ঘুষি, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে আহত করেন এবং ডিস ক্যাবলের লাইন ছিড়ে বিনষ্ট করে। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। চিকিৎসা শেষে তিনি গাংনী থানায় মামলা করবেন বলেও জানালেন আহত নাহারুল।
এদিকে আশরাফুল ও হাউসের ব্যবসায়িক পার্টনার জাহাঙ্গীর আলম বাদশার কথা বলে তিনি বিষয়টি এড়িয়ে যেতে বলেন।