গাংনীতে দুই পেশাদার ছাগল চোরকে গণপিটুনী দিয়ে থানা পুলিশে সোপর্দ
এম চোখ ডট কম, গাংনী:
চুরি করা ছাগল বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই চোর। স্থানীয়রা দুজনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে চুরির মামলাসহ আদালতে প্রেরণ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীর খাসমহল গ্রামে গতকাল রোববার সকালে।
পেশাদার দুই চোর হচ্ছে- গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২০) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে রনি আহম্মেদ (২৫)। এরা কখনো মোটর সাইকেল যোগে কখনো ইজিবাইকে করে ছাগল চুরি করে বিক্রি করতো বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধৃত দুজনই পেশাদার চোর হিসেবে পরিচিত। এরা মোটর সাইকেল ও ইজিবাইকে করে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতো আর সুযোগ পেলেই ছাগল চুরি করে বিক্রি করতো। রোব্বার সকালে এরা দুজনই প্যান্ট শার্ট পরে একটি ছাগল বিক্রি করতে যায় খাসমহলে। সে সময় তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে জনগন তাদেরকে আটক করে। পরে ছাগল চুরির কথা জানালে স্থানীয়রা গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। দুজনকেই চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।