গাংনীতে দুই মাদক কারবারীকে কারাদণ্ড
এম চোখ ডটকম,গাংনী:
গাংনীর আড়পাড়া বাজারে গাঁজা বিক্রি ও সেবনের দায়ে মানিক ও আলমগীর নামে দুই মাদক কারবারীর কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও গাংনী সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দণ্ডিতরা হচ্ছেন- মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়ার ফরাজি পাড়ার জয়নাল আবেদীনের ছেলে মানিক (৩৫) এবং একই গ্রামের পূর্বপাড়ার বনি ইসরাইলের ছেলে আলমগীর হোসেন (২৬)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাড়া বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রি ও সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ৮ টার দিকে ভ্রাম্যাণ আদালতের একটি টীম। এ সময় মাদক কারবারী মানিক ও আলমগীরের কাছ থেকে মাদক সেবনের কাজে ব্যবহারের দুইটা কাঁচি, দুইটা কলকি এবং দুইটি সাদা পলিথিন পেপারে মোড়ানো তিনশত গ্রাম গাঁজা ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।
সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ৩৬ (১) ধারায় মানিককে এক বছরের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং আলমগীরকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গাংনী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।