গাংনীতে দুর্ঘটনায় কব্জি ভেঙ্গে বিঁধে গেল গাছের সাথে ॥ সেই চালকের মৃত্যু
এম চোখ ডট কম, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগরে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত দুইজনের মধ্যে শুভ নামের একজনের মৃত্যু ঘটেছে। সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শুভ কাজিপুর গ্রামের শিপন আলীর ছেলে।
জানা গেছে, গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাহাবুর রহমান স্বপনের ছেলে জয় ও তার বন্ধু একই গ্রামের সৌদি প্রবাসী শিপন আলীর ছেলে শুভ মোটর সাইকেলযোগে বামন্দী বাজারে আসছিল। দ্রুত গতিতে বেপরোয়া বাইক চালানোর কারণে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এসময় শুভোর হাতের কব্জি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গাছের গায়ে বিধে যায় হাড়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করে। পরে শুভোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেলে পাঠান চিৎিসকরা। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় শুভো।
স্থানীয় সুত্রে জানা গেছে, দুর্ঘটনায় হাত ভেঙ্গে গাছে বিধে যাওয়ার ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। কতটা বেপরোয়া গতি আর নিয়ন্ত্রণহীনভাবে মোটর সাইকেল চালালে এমন ঘটনা ঘটে তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। শুভোর করুণ দুর্ঘটনা আর মৃত্যু তাই নাড়া দিয়েছে বিভিন্ন শ্রেণির মানুষের মনে।