গাংনীতে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম চোখ ডটকম,গাংনী:
” রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ ” এই প্রতিপাদ্যে গাংনীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া অঞ্চলের উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীমুজ্জামান।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক আব্দুল ওয়াদুদ, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা ও প্রভাষক রফিকুল আলম বকুল।
বির্তকে অংশগ্রহণ করেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয় ও বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বির্তাকিক দল ২ দুই পর্বে অংশগ্রহণ করেন।
দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য বিষয়েরে উপরেই পক্ষে বিপক্ষে তথ্য উপাত্ত, যুক্তি তর্কের মাধ্যমে চারটি দলের মধ্যে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ ফাইনালে উত্তীর্ণ হয়।একই স্থানে ফাইনালে পক্ষ দল সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ বিতর্ক দলকে পরাজিত করে বিপক্ষ দল জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম উভয় দলকে অভিনন্দন জানিয়ে দুই দলের মাঝে পুরষ্কার তুলে দেন।