এম চোখ ডটকম, গাংনী :৷ গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ এবং এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় করমদি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি লাইলা আরজুমান বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, গাংনী পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম,মনিরুজ্জামান আতু সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গান্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা শেষে বিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী ১৬জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।