গাংনীতে নাঈমকে ছাত্রদলের সংবর্ধনা
এম চোখ ডটকম,গাংনী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান নাঈমকে গাংনীতে সংবর্ধনা দেওয়া হয়েছে। নাঈমুর রহমান নাঈম সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্র ও মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়া গ্রামের একরামুল হকের ছেলে। শনিবার (২৬ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাংনী উপজেলা ও পৌর শাখা কার্যালয়ে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে মেহেরপুর জেলা ছাত্রদল। মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাকু, বিএনপি নেতা এনামুল হক, পৌর জাসাসের সদস্য সচিব আলভি, জেলা ছাত্রদল সহ-সভাপতি শান্ত আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা জি কে শামিম, পৌর ছাত্রদল নেতা রাকিবুল ইসিলাম রাকিব, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ন সম্পাদক সবুজ রানা, গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলে আহবায়ক জুনায়েদ আলি, মেহেরপুর জেলা যুবদলের সহসভাপতি মাসুদ, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান তোতা, পৌর যুবদল নেতা শিপন আলি, গাংনী উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসান শাওন, গাংনী পৌর কৃষকদল নেতা আমিনুল ইসলাম, কাজিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান বকুলসহ গাংনী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নাঈম তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মেহেরপুর জেলার জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মী এবং জাতীয়তাবাদী দল সমর্থীত দেশের সকল নেতা কর্মীদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে জাতীয়তাবাদী আদর্শের সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন।